ব্যর্থ প্রেম
-অন্নপূর্ণা দাস
∞∞∞∞∞∞∞∞
তার নাম বনলতা সেন।
সে রয় প্রেমিকের হৃদয় জুড়ে ,
দিন ,রাত তারই শুধু গায় গান
তবুও সে ধরা দেয় না কবির….
খোঁজ করে স্বর্গ থেকে মর্ত, তবুও…
কবি তাকে স্থান দেয় তারই কল্পনায়,
যেমনটি সে চায় শুধুমাত্র তাকে দেখতে,
সৃষ্টি হয় কবিতা।
গল্প শুরু ব্যর্থ প্রেমের, তুমি তারই নায়িকা।
হ্যাঁ তুমি সেই বনলতা সেন!
আমি বলি এ যে শুধুমাত্র কবিতা,
আর বাকিটা গল্পকথা….
কবি প্রেম করে না, কবি কবিতা সৃষ্টি করে,
তাইতো, কখনো বনলতা আবার কখনো অন্য নাম….
এ যে তার অপূর্ণ পাওয়ার পূর্ণাঙ্গ সৃষ্টি রহস্য।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
আমি একজন গৃহবধূ। লেখালেখি করতে ভালোবাসি। আমার প্রথম একক কাব্যগ্রন্থ ‘নীরবতার গভীরে’ ২০২৩ সালে এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘হাজারো ভাবনা’ কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৪ সালে প্রকাশিত হয়। আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার সালকিয়া থাকি।