নির্বাণ
-চিত্রা বন্দ্যোপাধ্যায়
≈≈≈≈≈≈≈≈≈
ন্যায় নীতি মনুষ্যত্ব ছেড়ে
ঘুরছো অর্থের পিছে,
আপন স্বার্থ পূরণ করতে
লড়াই করছো মিছে।
লোভ লালসায় মত্ত সমাজ
হয়ে রয়েছে অন্ধ,
হিংসা দ্বেষ বিরাজ করে
জ্ঞানের দুয়ার বন্ধ।
কেন বলো ঝরাও রক্তপাত
করে অসৎ কর্ম,
শুধুই করো জাতের বড়াই
ভুলে আপন ধর্ম।
গীতা কোরান বাইবেল নিয়ে
মাতামাতি কর আজ,
মন্দির মসজিদ গির্জায় দেখো
শান্তি করে রাজ।
মাফিয়া রাজ ভেঙ্গে দাও
জাতি ধর্ম ভুলে,
এসো সুন্দর সমাজ গড়ি
মনের দরজা খুলে।
সিদ্ধিলাভ করার শ্রেষ্ঠ দর্শন
অসত্য ত্যাগ করে,
মোহমুক্ত আত্মসুখে পাবে আনন্দ
নির্বাণ হলে পরে।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি —
চিত্রা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান দুর্গাপুরে জন্ম। B.A পাস। সরকারি নার্সিং স্টাফ। ছোট থেকে লেখালেখি ও আবৃত্তি করতে ভালবাসি। আমার একক কাব্যগ্রন্থ পাঁচ টি এবং অনেক যৌথ কাব্যগ্রন্থ আছে। এবারে কলকাতা অনু ছবির জন্য সিনে রাইটিং কম্পিটিশন ২০২৫ এর জন্য অংশগ্রহণ করে লেখা দিয়েছি।