কবিতা লিখবো

-তাছলিমা আক্তার মুক্তা

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

চাইলেই কেউ কবিতা লিখবে

কার সে সাধ্য আছে ?

একটি লাইন লিখতে গিয়ে শত চেষ্টা করে হেরেগেছি অবশেষে ।

একটা কবিতা লিখবো বলে

হাজারো দিন রাত ,

চেষ্টার পর চেষ্টা করেও

হেরে গিয়ে হয়েছি কপোকাত ।

কাচের জানলায় চোখ বাড়িয়ে

আকাশে দেখেছি তারাদের দেশ

কতো রঙের ফুলঝুড়িতে

সাজিয়ে সাজিয়ে সময় করেছি শেষ ।

তবু পারিনি লিখতে কবিতা

যেতে পারিনি কোনো ছন্দের দেশে ।

না লিখতে পারার কষ্ট জমিয়ে বুকে

ক্লান্ত হয়ে ঘরে ফিরেছি অবশেষে ।

কবি আর নবী উপর ওয়ালার দান সবি

কেউ হয়তো অনুভব করতে পারে ,

কেউ আবার উড়নচণ্ডী বলে

কবিদের নামকরণ করে ।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি-

তাছলিমা আক্তার মুক্তা

ভালুকা, ময়মনসিংহ ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*