শুধু চেয়েছি তোমায়

-সাবিত্রী দাশ

≈≈≈≈≈≈≈≈≈≈

অনেক বেশি চাইনি আমি

চেয়েছি তোমায় পাশে ,

বলেছিলে তুমি আমায় সেদিন

থাকবো মোরা মিলেমিশে।

তোমায় ছাড়া নেইগো সুখে

পাষাণ চেপেছে বুকে ,

আগুন জ্বলছে হৃদয় মনে

নিশি কেটে যায় দুঃখে।

কোন অপরাধে এমন শাস্তি

কোন জম্মের পাপ ,

ভালোবাসা পাইনি কারোর

সকলে দেয় অভিশাপ।

শরীর আজ রুক্ষ হয়েছে

চোখের পাতা বিবর্ণ ,

কত নিশি গেছে নিদহারা

ওগো শুধু তোমার জন্য।

তুমি আছো আনন্দ পুরে

ছুঁয়ে আকাশের তারা ,

তোমায় ছাড়া কিছু চাইনা

আজ আমি পথহারা।।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

নাম- সাবিত্রী দাশ, গ্রাম+ পোস্ট – দুর্গাপুর থানা -নন্দিগ্রাম, জেলা -পুর্ব‌‌‌ মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত প্রত্যন্ত গ্রামের একজন গৃহবধু 2019 সাল থেকে সাহিত্য জগতে প্রবেশ করেছি । অনেক সাহিত্য পরিবারের সাথে যুক্ত আছি , কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ লিখে অনেক সম্মাননা পেয়েছি , বড় কথা সাহিত্য জগতের বহু মানুষের ভালোবাসা আশির্বাদ আমাকে মুগ্ধ করেছে , আজকে এই পরিবারে আমার প্রথম লেখা , এই পরিবারের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সাহিত্য পরিবার যেন আরোও দ্রুত দীর্ঘায়িত ও সমৃদ্ধি লাভ করে এটাই আমার চাওয়া।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*