আঘাত
-বিপ্লব শামীম
∼∼∼∼∼∼∼∼∼∼
আমাকে আঘাত করো প্রভু
গুঁড়িয়ে দাও আমায়,
ভেঙ্গে চুরমার করো প্রভু
যেন নিজেকে বদলাই!
আঘাত করো ঘুনে ধরা মনকে
তছনছ করে দাও আমায়,
ধ্বংসযজ্ঞের সেই মনো মাঠ থেকে
যেন নতুনের দিশা পাই!
উপড়ে ফেলো মনোজগতের ভয়
এগুনোর পথে হাঁটাও আমায়,
সাহসী করো, বিনয়ী করো হে প্রভু
যেন মানবতায় জীবন কাটাই !
বিধ্বস্ত করো যত পঙ্কিল চিন্তা
বিদগ্ধ করো আমায়,
তোমার এই পরীক্ষাগারে প্রভু
বিশুদ্ধ করে দিও ঠাঁই!
আঘাতে কারো করো ধ্বংস
কেউবা তা পেয়ে সামনে আগায়,
ধুয়ে মুছে পরিচ্ছন্ন করো প্রভু
দাওনা সুযোগ আমায় পুনরায়!
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিত :
আমি দেওয়ান শামীমুল ইসলাম। ‘শামীম’ নামে ডাকতো দাদা, নানা ডাকতো ‘বিপ্লব’। বাংলাদেশের টাঙ্গাইল জেলা অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম। জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, রাজনীতিবিদ, সমাজ সেবক এবং ইসলামী স্কলার। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে।