মনের মানুষ

-গৌতম কুমার রায়

∼∼∼∼∼∼∼∼∼

ঝমঝমিয়ে বৃষ্টি এলে

প্রবল বেগে ধায় নদী।

তোমার প্রেমে মাতাল হবো

পাশে তোমায় পাই যদি।

বৃষ্টি এলে তোমার বুকে

মুখ লুকিয়ে কাঁদাবো আমি।

কোমল হাতে চোখ মুছিয়ে বলবে,

পাশে আছি তো আমি।

আকাশটা কেমন মরছে গুমরে

ছেয়ে আছে মেঘ কালো।

আদর করে জড়িয়ে ধরে

বলবে– তুমি ভীষন ভালো।

তোমার শাড়ির আঁচল ধরে

হারিয়ে যাবো মেঘের দলে।

তোমার ছোঁয়ায় আমার হৃদের

দুঃখ কষ্ট যাবে চলে।

তোমার নরম ঠোঁটের ছোঁয়ায়

শিরশিরিয়ে ওঠে প্রাণ।

বক্ষে যখন ধরো চেপে

পাই যে পাগল করা দেহের ঘ্রাণ।

ইচ্ছে করে জড়িয়ে ধরে বলবে তুমি

দাওনা একটা প্রেমের গানের সুর টেনে

তখন গলা ছেড়ে গাইবো আমি…

মিলন হবে কতো দিনে… মনের মানুষের সনে।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:-

কবির নাম : গৌতম কুমার রায়

পিতা : ৺গঙ্গাধর রায় (ফরিদপুর, বাংলাদেশ)

মাতা : কমলা রায়

নিবাস : হাওড়া জেলার বালী নিশ্চিন্দা গ্রামে।

শিক্ষা : কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত গোয়েঙ্কা কলেজ অফ কমার্স এন্ড বিসনেস এডমিনিস্ট্রেশন থেকে বানিজ্য বিভাগে অনার্স নিয়ে স্নাতক।

পেশা : ১৯৯২ সালের জুন মাসে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের চাকরিতে জয়েন করেন আরবন ডেভেলপমেন্ট মিনিস্ট্রি তে। বর্তমানে দূর সঞ্চার বিভাগের কোলকাতায় বি এস এন এল -এ এক্সিকিউটিভ পদে কর্মরত (একাউন্স অফিসার)।

ছোট বেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায় এর কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ, রম্যরচনা পড়তে খুব ভালোবাসতেন। যখন বারো ক্লাসে পড়েন তখন থেকেই কবিতা লেখার হাতেখড়ি।

২০২২ সালে মার্চ মাসে কোলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশ পেয়েছে কবির একটি একক কবিতা সংকলন, নাম- “তোকে ছাড়া…” ও একটি একক পঞ্চবান কাব্য সংকলন,

নাম- “রামধনু রং” ।

২০২১ এর আগষ্টে কবির একটি একক পঞ্চবান কাব্যগ্রন্থ প্রকাশ পায়, নাম- “জীবন রেখা”।

এছাড়া ২০২৩ এর আগষ্টে কবির একটি বত্রিশা অণু কবিতার একক কাব্যগ্রন্থ প্রকাশ পায়,

নাম- “অনুভবে তুমি”।

“তোকে ছাড়া…” কবিতার বইটি কবির প্রথম একক কাব্যগ্রন্থ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*