বিজ্ঞান হোক আশীর্বাদ
-তনুশ্রী বসু (পাত্র)
⇔⇔⇔⇔⇔⇔⇔
তাকিয়ে দেখ, আকাশে একটাও মেঘ নেই,
মেঘেরা কি অভিমান করেছে?
বৃষ্টির কোন সম্ভাবনা নেই,
প্রকৃতি ভীষণ রকম অনুতপ্ত,
পৃথিবীর আদিম রূপ ছিল সবুজের সমারোহ,
আজ সেই প্রকৃতি বৃক্ষহীন,
চারিদিকে শুধু কংক্রিটের বহুতল, জঞ্জাল।
মানুষ ছাড়া, প্রকৃতি বাঁচবে কি আনন্দে?
কিন্তু অক্সিজেন ছাড়া মানুষ কি বাঁচবে?
দিনেদিনে আমরা, মৃত্যুর দিকে এগিয়ে চলেছি
মানুষ কত নৃশংস, আজও অবলীলায়,
বৃক্ষছেদন করছে, কোরছে ধংস প্রকৃতিকে,
এখনও সতর্ক হও, কর বৃক্ষরোপণ, ধরিত্রীকে বাঁচাও,
শুনতে পাচ্ছো না ধরিত্রীর আর্তনাদ
বড় অভিমান করেছে ধরিত্রী মা,
বৃক্ষ রোপন করে, প্রকৃতিকে দাও,
জীবনের স্পন্দন, শান্তির অনুভূতি,
একটা গাছ, বাঁচায় হাজার প্রাণ,
প্রকৃতিকে, কর নির্মল, শুদ্ধ,পবিত্র, আনন্দিত
আমাদের পৃথিবী ভারী সুন্দর, নির্মল,
বিজ্ঞান হোক আশীর্বাদ, অভিশাপ নয়।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।