তবু আমরা সভ্য মানুষ
-আবুল হাসমত আলী
≈≈≈≈≈≈≈≈
আমরা সবাই রাজা-বাদশা কিংবা তাদের ছানা,
গুরুগম্ভীর থাকি সদাই কারণ হাসতে মানা।
রাজার বংশ করে ধ্বংস বহু প্রজার আরাম,
যখন তখন খাজনা চেয়ে ছুটিয়েছে খুব ঘাম।
তাই তো রাজা ভীতির পাত্র, প্রেম নেই সেথা কোন,
দেশে চলছে মরুভূমি বৃষ্টি সেথা শূন্য,
তপ্ত আকাশ তপ্ত বাতাস তপ্ত ভূমির মাটি,
বারুদ বোমার ছড়াছড়ি দেখি রাতারাতি।
বিপদ বুঝে আমজনতা সাবধানে পা ফেলে,
তারা সবাই শাসক দলে, শাসকদের নেয় কোলে।
ই ভি এম- এ মতামত দেয় অনেকে স্বাধীন মত,
ভোটের রেজাল্ট বের হলে পর সবাই হয় তখন কাত।
তবু আমরা সভ্য মানুষ মাথাতে জ্ঞান ঠাসা,
স্বাধীন বলে গর্ব করি কাজে কর্মে বৃথা।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি