সিমু নদীর ঘাটে
-পলাশ বরণ দাশ
≈≈≈≈≈≈≈≈≈
তার সাথে হয়েছিল দেখা
সিমু নদীর ঘাটে
ভরা জোয়ার নদীর পানি
সূর্য তখন পাটে।
গোধূলি বেলা রক্তিম আকাশ
বাতাস ছিলো চঞ্চল
মাতাল হাওয়া করছে ধাওয়া
নীল শাড়ির অঞ্চল।
রয়েছে স্মরণ সেদিন আমায়
দিয়েছো লাল গোলাপ
মেঘলা আকাশ ঝড়ো বাতাস
হয়নি প্রেমের আলাপ।
হারিয়ে গেলো অনেক বছর
রয়ে গেলো স্মৃতি
আজো আমার হৃদয় থেকে
ঝরছে শুধু প্রীতি।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি
কবি – পলাশ বরণ দাশ শিক্ষক , মহাজন বাড়ি, দক্ষিণ জলদী বাঁশখালী পৌরসভা চট্টগ্রাম বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতায় লিখছেন। আন্তরিকতার সাথে প্রবীণ ও নবীণ লেখকদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।