বিপন্ন বিশ্বনৈতিকতা

-সিরাজুল ইসলাম মোল্লা

∞∞∞∞∞∞∞∞

চলে প্রায় সব ধান্দাবাজি আর চাপাবাজির উপরে,

কে ধার্মিক কে সত্যবাদী বুঝবে সবাই কেমন করে?

জনেজনে সদ্ব্যবহার করে আমি সত্য খুঁজে না পাই,

যে যা বলিস আজ কারো মাঝ পূর্ণ নৈতিকতা নাই।

দেখো ঘুমিয়ে পড়েছে সত্য, হারিয়ে গেছে মানবতা,

নষ্ট আজ ব্যক্তি-সমাজ-রাষ্ট্র, বিপন্ন বিশ্বনৈতিকতা।

রক্ষক আইনের চাবুক মারি অন্যের অন্ন হরণ করে,

সুযোগ মত বেইমানি করে স্বজন না ছাড়ে স্বজনরে।

মুখে নীতিকথা বলে অন্তরে ষড়যন্ত্র করে বারেবারে,

প্রকাশ্য সেবার কথা বলে আড়ালে পিঠে ছুরি মারে।

উপরে পানি ঢালে নিচে গাছ কাটে দ্বিমুখী সর্বজনে,

হয়ে গেছে আজ যেন অলিখিত সংস্কৃতি যে ভুবনে।

সংসদে দাঁড়িয়ে বলে দেশ ও জনতার মুক্তির কথা,

আত্মস্বার্থে তারাই আবার বাহিরে সর্বস্ব হরণকর্তা।

ধর্মের নামে বোল আউড়িয়ে ধর্ম নিয়ে ব্যবসা গড়ে,

পারিশ্রমিক নিয়ে তারাই আবার সেবক দাবী করে।

ব্যবসায়ী গড়ে সিন্ডিকেট, দোকানীর মাপেই ফাঁকি,

সত্য এড়িয়ে মিথ্যা বলা সেই ভদ্রলোক শুনে থাকি!

স্রষ্টায় বিশ্বাস ও মানবে প্রেম প্রতি ধর্মের মৌলবাণী,

স্রষ্টার বাণী না মানি মানববাণী লয়ে করে টানাটানি।

ধর্মের চেয়ে টুপি বেশি, শস্যের চেয়ে আগাছা বেশি,

সত্যর চেয়ে মিথ্যা বেশি, মুখের চেয়ে মুখোশ বেশি।

বকধার্মিক সবে দিবাযামী করে ধর্ম নিয়ে হানাহানি,

দুনিয়াবী স্বার্থে ধর্মব্যবসায়ী ছড়ায় বিভ্রান্ত কাহিনী।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর-১৫০২, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*