অপেক্ষায়
-রীনা
≈≈≈≈≈≈≈
জীয়ন্ত জীবন
অচেনা সমীকরণ
অতীত, ভবিষ্যৎ, বর্তমান
জানেনা কোন মন।
এক সময়
মিশে যাবে সব
কালের ধূলায়
হয়তোবা বেঁচে রইবো আমি
আমার লেখা প্রতিটি গল্প কিংবা কবিতায়
যেমন আছি,
জীবনের নিগুঢ় বাস্তবতায়।
নিঃস্বার্থ ভালোবাসার প্রতিক্ষায়,
এখন আর!
জাগ্রত প্রহরীর মতো
চাতক নয়নে থাকি না অপেক্ষায়।
≈≈≈≈≈≈≈
**কবি পরিচিতি –
প্রতিদিন আমি মনে মনে নিজেকে বলি। যদি তোমার মধ্য প্রতিভা আছে। তবে সেটা বিকশিত করার চেষ্টা করো।এক সময় সেটা প্রজ্জ্বলিত হবে। খোদার দেওয়া মেধা বা গুন সকলের ব মাঝে বিলিয়ে দেওয়ার মানসিক প্রশান্তি জাগ্রত হোক প্রতিটি হৃদয়। লেখার ভালো-মন্দ কমেন্টে জানাবেন। দোয়ায় রাখবেন সকল কলমের কারিগরদের।