অনুতাপ
-বিনয় জানা
≈≈≈≈≈≈≈≈
ঊষর মরুর বুকে একা–
চার পাশে ধু ধু বালি!
না, এ নির্বাসন নয়,
জীবনের সন্ধানে প্রহর গননা!
সুখের সুরধনী হারিয়েছে স্রোত,
বুকে জ্বলে রাবনের চিতা!
স্মৃতির ফসিল গুলো
মনের গহনে উকি দেয়,
বিদ্রুপ করে!
একাকিত্ব দুর্বিসহ—
তৃষ্ণায় গলা ফাটে—-
তাই, মরুর উটের মত
কাটা গাছ চিবাই,
রক্ত ঝরে– তৃষ্ণা মরে—-
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:
নাম: বিনয় জানা
গ্রাম: বাড়সুন্দ্রা
পোস্ট: ঈশ্বরদহ জালপাই
জেলা: পূর্ব মেদিনীপুর
পিন: ৭২১৬৫৪
বাংলা সাহিত্যের একজন পাঠক। মূলত কবিতার পাঠক। মাঝে মধ্যে একটু আধটু লেখার চেষ্টা। জীবন পথে চলতে চলতে যা যা সংগ্রহ করেছি সেই সব মনের কথা কবিতা রূপে সবার গোচরে আনার চেষ্টা মাত্র। সবার ভালো লাগলে আমার আনন্দ। সেই আনন্দ সবার সাথে ভাগ করে নিতে চাওয়া