তুমি অন্যরকম অনুভূতি

-মাই ফেয়ার চৌধুরী

∼∼∼∼∼∼∼∼∼∼∼

তুমি মানে এক অন্যরকম অনুভূতি,

মনের জানালায় একজোড়া আঁখি।

সারাবেলা নিমগ্নতার আলপনায় আঁকি,

অনুভূতির উদ্যানে মন ছোঁয়া সুখ পাখি।

আবেগি স্রোতে রঙিন স্বপ্নে প্রমোদতরী,

দুরন্ত মন ইচ্ছে ঘুড়িতে উড়ি উড়ি।

আপন গতিতে চলে সময় ঘড়ি,

তুমি মানে এক অনন্য হুরি,

হৃদ স্পন্দনে চুপি সরে ডাকি

অপ্সরা সৌন্দর্যের আকৃষ্ট মরি মরি।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

মাই ফেয়ার চৌধুরী

পিতা-রমজু চৌধুরী

মাতা- লায়লা বেগম

আগ্রাবাদ সি,ডি,এ আবাসিক এলাকা

ডাক-বন্দর থানা-ডবলমুরিং

জেলা -চট্টগ্রাম,বাংলাদেশ

ফেসবুক বন্ধুদের অনুপ্রেরণায় লিখার হাতে খড়ি,অনুভূতি গুলো কে কাব্য আকারে প্রকাশ করার প্রচেষ্টা মাত্র।জানি কবির কাতারে পড়িনা, তবুও লিখতেও পড়তে ভালো লাগে তাই লিখি,ভ্রমণ,গান শোনা,ছবি তোলা চুকিয়া আড্ডা মারার শখ।

একক কাব্যগ্রন্থ –

ক) অন্তিম বেলায় রক্তিম আভা

খ) আমার অক্ষরে তুমি অক্ষয়

গ) কালো বর্ণমালায় নীল কষ্ট

যৌথ কাব্যগ্রন্থ -বারো

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*