পরিপ্রেক্ষিত

-বিজয়া মিশ্র

∼∼∼∼∼∼∼∼∼∼

কিছু বলা আর বোঝানো এক নয়

পরিস্থিতি অনুযায়ী বলা হয়ে যায়

যখন বলা হল তখনকার আবহে

শ্রোতার ভাবনা তেমনই আকার পায়।

কথাতে মনের আবেগ আর অনুভূতি

মিলে মিশে গিয়ে একটা রূপ পায়

সহজ ভাবে বলেও নেই নিস্তার

জটিল মনন তাতে বাঁকা চোখে চায়।

সহজ কথা সদাই বড়ো মূল্যবান

বলতে পারা একান্ত ঔদার্যের বিষয়

মূল্যায়িত হবে কিনা সে ভাবনা জলাঞ্জলী

জটিল মনন তাই নিয়ে করে নয়ছয়।

সময়ের পরিপ্রেক্ষিতে নানা হেরফের

নতুন প্রজন্মে সবকিছুই যেন অচেনা

তবু কিছু বিষয় সবকালেই একই থাকে

গায়ের জোরে অস্বীকার করা যায়না।

বোঝানোর দায় বক্তার থাকে প্রকাশে

জোর করে কাউকে বোঝানোই বাতুলতা

সহজ কিছু কথা জটিল মননে বদলায়

সব প্রচেষ্টা হয়ে যায় তখন বৃথা।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:

বিজয়া মিশ্র পাহাড়ী র জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই আমার কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*