ঢাকা শহর ফাঁকা

-মীর সেকান্দার আলী খোকা

∞∞∞∞∞∞∞

ঢাকা শহর হয়েছে ফাঁকা

ঈদ আমেজে মেতে

যানজট নেই শব্দ দূষণ,নেই কালো ধোঁয়া পথে।

স্বচ্ছ বাতাস ধুলো-বালু নেই

নির্মল বায়ু বয়

শাঁস প্রশ্বাসে বুক ভরে যেন উদার প্রান্তর।

চির চেনা সেই প্রকৃতি এই প্রকৃতিতে নেই

এ যেন এক নতুন আবাস

দিগন্তে উঠেছে ভেসে।

অলি গলি থেকে রাজপথ দেখি

দেখি বিস্তর প্রশস্ত পথ।

ছিমছাম নিরব নীরবতা

ব্যাকুলতা হয়ে আকুলতা জাগায়

এমন আবাস কোথা গেলে পাই।

কালো ধোঁয়া নেই পিক পাক নেই নেই যান্ত্রিক কলাহাল

মানবশূন্য, যানশুন্য, অস্থিরতা নেই।

কর্মমুখর হাজার কোলাহলে ব্যস্ত শহর ঢাকা,

ঢাকা পড়েছে এক বিন্দুতে হয়ে গেছে সব ফাঁকা।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

জন্ম: ১৫-৬-১৯৬৬ ইং, বিভাগীয় শহর রাজশাহী,

১ ওয়ার্ড, মাদ্রাসা পাড়া,পৌরসভা ঠাকুরগাঁও সদর।

(ঈদুল আযহা, ১৭ই জুন, সোমবার, ২০২৪ ইং)

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*