বিরহের কাব্য
-অভিজিৎ হালদার
∼∼∼∼∼∼
একটুখানি মেঘ পাঠিও দুহাত ভরে
বৃষ্টি আসুক এই ভয়াবহ তীব্র দহনে
আমাদের আর দেখা হবে না জানি !
অথচ তীব্র বাসনা
তীব্র অনুশোচনা আমাদের
বৃষ্টিতে ভাসিয়ে নিয়ে যাবে দূর-বহুদূর।
মেঘ ভাসানোর বেলাতে কথা হবে না আর
নাম ধরে ডাকাডাকি হবে না
অথচ তোমার বিরহ আমার বিরহ
আমার বিরহ তোমারও বিরহ।
গাছেদের পাতার রং বদলে লীন হয়েছে সে
আমি অনুভবে দেখছি সবি
কোথাও নামহীন পথে পথিক শূন্য
কোথাও জীবনশূন্য ধু ধু প্রান্তর
তুমি কি শূন্য নাকি পূর্ণ ?
তবুও একটুখানি মেঘ পাঠিও দুহাত ভরে।।
∼∼∼∼∼∼
লেখক পরিচিতি:-
জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালী ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে।
পিতা:- কার্ত্তিক হালদার
মাতা:- আরতি হালদার
শিক্ষা:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় , ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে ভূগোল বিভাগের অনার্স স্নাতক।
লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে।
লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে।
বই:- “প্রথম আলো”(২০২১)