অনুভূতির আর্তনাদ

-সুরজ কুমার গোলদার

≈≈≈≈≈≈≈≈

অন্ধকার ঘরের কোণে বসে,

কিছু স্মৃতি জেগে উঠে মনে।

মুখের কথা শুনে

খারাপ কেনো লাগে ?

চুপ করে শুনি সবার কথা,

তাই দেয় কি এত ব্যথা !

মুখ বুঝে সহ্য করি বলে,

সব সময় ভুল আমার নহে।

বুঝতে হবে তাকে

ভুল সেও করে।

তার ভুল, ভুল নয় কেন ?

“সব চুপ করে সই বলে!”, বলো ?

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

সুরজ কুমার গোলদার, পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত নবাব নগর গ্রামে 17/02/2004 সালে জন্মগ্রহণ করেন। নবাব নগর প্রাইমারি স্কুলে প্রাথমিক পড়াশোনা করেন। এরুয়ার বি এম.ডি.পি ইনস্টিটিউশন H.S পাস করেন। এখন গুসকরা মহাবিদ্যালয় কলেজে ZOOLOGY ডিপার্টমেন্টের পাঠ্যরত ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*