পরমা
-অনিরুদ্ধ ঘোষাল
∞∞∞∞∞
তোমার জন্য সোনালী বিকেল বেলা
আমার তো এই একতারাটাই আপন,
দিগন্তে দেখি আলো আঁধারির খেলা
জোৎস্নালোকে বাউল রাত্রি যাপন।
তোমার জন্য বৃষ্টি এসেছে আজ
আকাশ নেমেছে মাটিদের কাছাকাছি,
তৎপরতায় চাষ আবাদের কাজ
কৃষকের দলে জানবে আমিও আছি।
তোমার জন্য সবুজ হল মাঠ
বাতাস জানে আমার গানের সুর
পোয়াতি ফসলে গর্বিত তল্লাট
আঁকা বাঁকা পথ চলে গেছে বহুদূর।
প্রকৃতিকে তুমি সাজালে আপন করে
সৃজনী আবেশে মুগ্ধতা রাখ যদি,
মাটিতেই থেকো সবুজের হাত ধরে
আমার বুকে স্বপ্ন আঁকবে নদী।
∞∞∞∞∞
পরিচিতি:-
অনিরুদ্ধ ঘোষাল
পিতা- নিত্যানন্দ ঘোষাল
মাতা- রেবা ঘোষাল
গ্রাম + পোস্ট – কৈয়ড়
জেলা- পূর্ব বর্ধমান
নেশা- কবিতা, গল্প, উপন্যাস পড়া।
নেশা থেকে একটু আধটু লেখার চেষ্টা করি মাত্র।