স্মৃতির শ্রদ্ধাঞ্জলি
-তনুশ্রী বসু (পাত্র)
∼∼∼∼∼∼∼∼∼
সাহিত্য গগনে, কালজয়ী সৃষ্টি, তোমার জানি,
সামান্য লেখনীতে, আমি তোমায়, শ্রদ্ধায় প্রনমি।
১৮৩৮ এর ২৬ জুন ২৪ পরগনায় কাঁঠাল পাড়ায় জন্মস্থান, গ্রাম,
সাহিত্যের জগতে “বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়” তার নাম।
তোমার কালজয়ী সৃষ্টি আনন্দমঠ, কপালকুণ্ডলা, রাধারাণী,
ইন্দিরা, রাজসিংহ, মৃণালিনী, দেনা পাওনা, দেবী চৌধুরানী।
যদিও তুমি আজ নেই, আমাদের কাছে, আমদের পাশে,
তোমার সৃষ্টির সুর “বন্দেমাতরম” আকাশে, বাতাসে
ভাসে।
তুমি প্রাবন্ধিক, সাহিত্যিক, চিরস্মরণীয় উজ্জ্বল নক্ষত্র,
বাংলা সাহিত্যে তোমার অবদান, অনবদ্য, সর্বত্র।
হে মহান সৃষ্টির কারিগর তুমি, সাহিত্য সম্রাট নামে,
পরিচিত, বাঙালি জাতির সম্মান, “বন্দেমাতরম” গানে।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।