নববর্ষা

-শান্তি দাস

∼∼∼∼∼∼∼∼∼

এলো আষাঢ় এলো নববর্ষা সবুজ দেশের মাটি।

মাঠে ফলে শষ্য দানা সোনার চেয়ে অধিক খাঁটি।

এসেছে বর্ষা ঝর্ণাধারা তরুলতা গলো সারি সারি।

ঝিলের জলে পদ্ম শালুক হাসে আষাঢ়ের শীতল বারি।

কদম ডালে ফুল ফুটেছে প্রজাপতি সারি সারি।

নদীর জলে জোয়ার এলো ভরিয়ে দিল আহা মরি।

আকাশে গুরু গুরু গর্জন মেঘে ঢাকা পড়ে রিমঝিম ধারা,

সহসা বরষা এলো শান্তি দিল ভরে গাছগুলো পেয়েছে সাড়া ।

জেলেরা মাছ ধরে জলে টেংরা পুটি কাঁদামাটি মেখে গায়,

বৃষ্টিধারায় জলে ভরেছে নদী নালা জুড়ালো দেহ আনন্দ পায়।

দোলন চাপা কেয়া ফুল বকুল মালা সুবাস ছড়ায়।

ঘর্ষণে মেঘ গুরু গুরু গর্জন কচিকাঁচার দল আকাশে তাকায়।

আহা জল জমেছে মাঠে ঘাটে বৃষ্টি পড়ে টিপির টিপির,

সোনা ব্যাঙ কোলা ব্যাঙ গ্যাঙর গ্যাঙর পাখির কিচির মিচির ।

মাঝি মাল্লা তরী বেয়ে নদীর ওই পাড়েতে যায়,

বর্ষা মেঘে মন ভরেছে ভাটিয়ালী গান গেয়ে প্রাণ পায় ।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি-

শান্তি দাস

বিষয় শিক্ষিকা( শিক্ষা বিজ্ঞান)

শিক্ষাগত যোগ্যতা-এম এ

( এডুকেশন )

আগরতলা খোয়াই জাম্বুরা( ত্রিপুরা )

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*