পুঁজির কালো থাবা

-মোঃ জাকির হোসেন

∞∞∞∞∞∞∞∞∞∞

ডাক বাক্সের ছোট্ট কপাটে মরচে ধরেছে,

পোস্ট আফিসের লোকজন আর আসেনা।

পরম যত্নে মানুষের কথার ঝুড়ি

কাঁধে নিয়ে ডাক হরকরা,

দরজার কপাটে

ঠক ঠক আওয়াজ

তুলে বলেনা –

চিঠি আছে-

মানিগ্রাম আছে-

প্রযুক্তির ঘূর্ণিঝড়ের তান্ডবে,

হারিয়ে গেছে অকৃত্রিম ভালোবাসার লেনা-দেনা!

হারিয়ে গেছে হলুদ খামে,

চেনা স্পর্শের মৌ মৌ গীতালি সুবাস-

ভালোবাসার এই ছোট্ট চৌহদ্দিতে-

পুঁজিবাজারের কালো থাবায় ভেসে গেছে বেয়ারিং চিঠি!

ভালোবাসার হলুদ-নীল খামগুলির রঙ পাল্টেছে-

পালটে গেছে অসম প্রতিযোগিতায়

স্নেহ, মায়া, মমতার বন্ধন অপ্রতিরোধ্য ক্যানসারে!

∞∞∞∞∞∞∞∞∞∞

-০১/০৭/২০২৪

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*