চিকিৎসা সেবার মূলমন্ত্র
-মৃণাল কান্তি রায়
≈≈≈≈≈≈≈≈
যুগে যুগে কালে কালে
জন্ম হোক বিধান,
মানুষ জাতির চাহিদা মিটুক
সেবাব্রত হোক নিদান।
কষাই না হোক তারা
হয় যেন সেবাব্রতী,
আর্তের পাশে জীবন রক্ষায়
পাক সুযশ সুখ্যাতি।
জনমিলে আছে যে মরণ
চিরসত্য যে-ই রীতি,
সম্মান সম্ভাষণে প্রীত হোক
যেমন থাক না রোগী,
আস্থার যেন জায়গা হয়
রোগাতুর যত ভোগী।
অধুনায় যেমন আস্থা হারানো
কত কি শোনা যায়,
সত্য-অসত্যের বিভেদ ভুলি
ডাক্তার হোক মমতায়।
বাঁচার জন্য ছুটে মানুষ
মরার জন্য নয়,
সনদ পাওয়ার আছে যাঁদের
হোক তারা দয়াময়।
মাতৃত্বের স্বাদ যাদের হাতে
হোক তাদের বিজয়,
বাবা হবার অদম্য বাসনায়
আশা হোক সুনিশ্চয়।
বিধানের ন্যায় রত্ন ফুটুক
কোটি কোটি হোক বিধান,
চিকিৎসক দিবসে এ-ই চাওয়া
হোক সকলেই মহান।
আর্তের সেবায় লেগে থাক
সকল সেবক-সেবিকা,
মঙ্গল করুক সেবা দিয়েই
হোক আশার বীথিকা।
≈≈≈≈≈≈≈≈