সিমু পাখি
-পলাশ বরণ দাশ
∞∞∞∞∞∞∞
সাদা কালো মেঘে আজ
উড়ে সিমু পাখি
গান হয়ে সুর তুলে
তার দুটি আঁখি।
উড়ে যায় নিজ মনে
মেলে দুটি ডানা
থেমে যাবে গতি কবে
নাহি তার জানা।
ধরা নাহি দেয় পাখি
যায় কাছে উড়ে
তবু পাখি আজো আছে
মোর মন জুড়ে।
যদি আসে ফুল বনে
এই সিমু পাখি
পোষা করে নেবো তারে
মন মাঝে রাখি।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
কবি – পলাশ বরণ দাশ শিক্ষক মহাজন বাড়ি দক্ষিণ জলদী বাঁশখালী পৌরসভা চট্টগ্রাম বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতায় অংশগ্রহণ করেন। নবীন ও প্রবীণ লেখকদের অংশগ্রহণ করার জন্য আন্তরিকতার সাথে আহ্বান জানান।