মা যে আমার মায়ের মতই
-মীর সেকান্দার আলী খোকা
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
ধানের দেশে কাউন আছে,আছে গমের হাসি
তিল তিসি যে মোশনা আছে
আছে রাই সরিষার হাসি।
আলু পটল কচুর খেলা করল্লা ধরে প্রচুর
কাঁচামরিচ দেয় যে হাসি
সুখ লাগে যে মধুর।
চালকুমড়া লাউয়ের ঝুড়ি মিষ্টি কুমড়া আছে
শীত এলে ভাই দেখা মিলে সবজ্বি থরে থরে।
পুকুর ভরা মাছের খেলা
মুরগি দোলে ঘরে গরু ছাগল মহিষ ভেড়া
মাঠে ঘাটে চড়ে।
কাঁচকলা আর পেঁপের খেলা পাটের শাকের ঝোল
সাজনা দোলে গাছের ডালে
ফুটে ভাতকরলার বোল।
আম কাঠালে পরশা মেলে জ্যৈষ্ঠ এলে পরে
তরমুজ আছে,বাঙ্গি ফুটি বেল,ডাব ধরে যে গাছে।
আনারসের বাবার বাড়ি পাহাড়-মধুপুরে
পেয়ারা আছে বাংলা জুড়ে হাত বাড়ালেই আসে।
ঠাকুরিকালাই ভুট্টা চাষে মাঠে স্বর্ণ দোলে
মসূরী বাদাম দেশজুড়ে ভাই বাংলা মা’য়ের কোলে।
এমন মধুর হাসি দেখে দোলে আমার প্রাণ
মা যে আমার মায়ের মতই আমি তার সন্তান।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
পেশা চাকুরী, অ—–ব:–জন্ম: ১৫-০৬-১৯৬৬ ইং, বিভাগীয় শহর রাজশাহী: বাল্যকালের অনেকটা সময় রাজশাহীতেই কেটেছে। বর্তমান স্থায়ী ঠিকানা:- ১ নং ওয়ার্ড, মাদ্রাসা পাড়া,পৌরসভা, ঠাকুরগাঁও সদর।