বল কী বলতে চাও কী শুনতে চাও
-সিরাজুল ইসলাম মোল্লা
≈≈≈≈≈≈≈≈≈
নয় অভিনয়, চোখে চোখ রেখে বল কী বলতে চাও,
নয় লাজুকতা, হৃদে হৃদ রেখে বল কী শুনতে চাও?
ফুসফুসের প্রতি স্পন্দনে রক্তেরই সঞ্চালনে গ্রথিত,
অব্যক্ত কথনে নিংড়ানো প্রেম কার তরে প্রতীক্ষিত!
প্রতীক্ষিত মরম বল কী বলতে চাও কী শুনতে চাও,
নয় লুকোচুরি নয় অভিমান, ভালোবাসারে রাঙাও।
আছে মুক্তপথ দুই দিকে যেদিকে হাঁটতে চাও- যাও,
জীবনের জীবন তুমি বাঁচাতে সুখের আলো ছড়াও।
বৃথাই বেদনার নীলরঙে কেন মন নিজেরে পোড়াও,
প্রেম আকাশে উড়ন্ত মেঘের ভেলা খুঁজতে কি চাও?
হাতে হাত রেখে কেন মন আকাশে কল্পঘুড়ি উড়াও,
স্বপ্নরাঙা পথে ভাবনার ছবি আঁকা বুঝতে কি পাও!
কে সত্য কিবা সত্য আছে কী সংশয় ভয় অগোচরে,
কে ভুল কিবা ভুল নিষ্প্রয়োজন মতদৃষ্টি প্রশ্নোত্তরে।
প্রেম বল স্বপ্ন বল, তুমিই প্রথম-শেষ জীবনে-মরণে,
আমি বিহীন রক্ত ক্ষরণ অশ্রু ঝরণ তব নীরব মনে।
নিত্যানন্দে প্রেমানন্দে এ জীবনে যদি জীবন হারাও,
চোখে ভাষা হতে হৃদয়ে আশা হতে ধোকা কি পাও?
জানতে কি চাও- কেন বহে প্রেম জীবনে মরা গাঙে,
শুধাও স্বর্গ হতে এসে প্রেম কেন চুপি পিঞ্জর ভাঙে?
অপলক চোখে আমার চোখের পানে একটু তাকাও,
কিছু কী পড়তে পারো, কিছু কী তুমি দেখতে পাও?
রমা যদি হও হৃদ মাঝে হৃদ রেখে কান পেতে শোন,
এ হৃদয়ের গহীন হতে শুনতে কী পাও সাড়া কোন?
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর- ১৫০২, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।