মহা দুর্যোগ
-অশোক কুমার পাইক
≈≈≈≈≈≈≈≈
ওগো, যারা বাহিরে গেল, তারা ফিরিবে কী ঘরে
আকাশে বহিছে প্রবল বাতাস, বজ্রনিনাদ পড়ে l
ওরা যে অবুঝ, সবুজ মনে ছোটে দিগন্ত ঐ মাঠে
এমনই ওই তীব্র বাদলধারা, নাই যে পথিক বাটে,
ঈশানকোণে আঁধার আকাশে কৃষ্ণ কালো মেঘে
বৃক্ষশাখা ভাঙিছে প্রলয়, উড়িছে পাতারা বেগে,
ছাগল, গরু ছুটিছে ভিন্ন পথে ভেজা লোমকূপে
বজ্রপাতেতে থরথর কাঁপিছে বাদলধারায় চুপে l
ভগ্ন কুলায়ে পাখিরছানা আকাশ ভাঙিছে মাথায়,
তাদের মায়েরা হারায়েছে পথ, বক্ষ কাঁপে ব্যথায় !
চঞ্চল প্রাণে গাঁয়ের মায়েরা বাহিরেতে উঁকি মারে,
এমন এ দুর্যোগে ফিরিলনা ছেলে কী বিপদ বাড়ে !
পাড়ার বধূরা কলসি ফেলে ঘাটে ছুটিছে কিনারে
নটরাজ নাচনে, বিদ্যুৎ চমকিয়া ভাঙিছে বীণারে ;
অঝোরধারায় মুষলধারে ঝরিছে বাদল ধরণীতে,
ডুবিছে মাঠ, খালবিল, ঢেউ দোলা দেয় তরণীতে l
গর্জনে ঐ ফুলিয়া উঠিছে নদী,ভাঙিছে নদীবাঁধ,
বাহিরেতে প্রবল ঝঞ্ঝা, দাপট, ভীষণ বজ্রনিনাদ,
অবুঝ যারা বাহিরে গেল তারা ফিরিলো না ঘরে
মায়েদের বুকে শেল হানিছে অন্তরে কাঁপন ধরে !
দিবস মিশেছে আঁধারের সনে, চারিদিকে ধোঁয়া,
সময়ে আঁধার নামেনি তবুও যে তার দীপ্তি ছোঁয়া,
নধর বটের তলে গাঁয়ের বধূ সিক্ত বসনে দাঁড়িয়ে
নাই কী তারে মৃত্যু ভয়, দুর্যোগে দিল পা বাড়িয়ে !
খেয়াঘাটে নাই যে মাঝি উথালপাথাল খর নদী
ওপারে যাত্রী ক্যামনে যাবে এ দুর্যোগ থামে যদি,
ব্যাকুল হয়ে দুয়ারে দাঁড়িয়ে ওরা এলো না ফিরে
কোথায় তারা দুর্যোগে হারা, আশঙ্কা বাড়ে ধীরে !
≈≈≈≈≈≈≈≈
লেখক পরিচিতি :
কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l
শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l
কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l “”অন্বেষণ লেখকের lআত্মজীবনী ” প্রথম খন্ড গ্রন্থতে কবির জীবনী ছাপানো অক্ষরে প্রকাশিত হয়েছে l