জ্বলছে আগুন সুখ মোহনায়

-পীতবাস মণ্ডল

∼∼∼∼∼∼∼∼

মিথ্যের নাগপাশে সত্য বন্দী

ধুরন্ধরে মারে কিস্তি মাত ,

গরীবের রক্তে শয়তান পুষ্ট

পাপীরা বানায় দিনকে রাত ।

দুর্বলের বিরুদ্ধে সবলের চক্রান্ত

অন্যের জয়ে নিজের বড়াই ,

শান্তি চেটে খায় প্রবঞ্চক একাই

সম্মুখসমরে প্রতিবাদহীন অসমকক্ষ লড়াই ।

উদোর পিন্ডি বুদোর ঘাড়ে

এক্কা দোক্কা খেলায় নীতিহীন ওস্তাদ ,

সুযোগ বুঝেই মারতে ছোবল এরা

ধোওয়া তুলসী সেজে বিশ্বাস করে বরবাদ ।

ব’কলমে বিদ্যে বোঝাই

ছয়ের নামতা করে নয়ছয় ,

চণ্ডী পড়ে কাছা এঁটে

ধরন‌ শুধু কুয়োর ব্যাঙের বিশ্বজয় ।

শঠের হাতে সুরার সম্ভার

দুর্মতির রোষে বাধে লঙ্কাকাণ্ড ,

পাষণ্ড ভাঙে গীতার শপথ

নইলে বেহাত মধুর ভাণ্ড ।

ভাগ্যের চাকা উল্টো ঘোরে

বোকায় টানে গাধার ঘানি ,

শিক্ষিতের সব বেহাল দশা

দেখে লজ্জা পায় না নকল মানী ।

ধুঁকছে মানুষ পেটের দায়ে

ভুগছে কেহ জীবন যন্ত্রনায় ,

দেশটা যে আজ লুটেরার সাম্রাজ্য

তাই জ্বলছে আগুন সুখ মোহনায় ।

∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

পীতবাস মণ্ডল , গ্ৰাঃ + পোঃ – যোগেশ গঞ্জ জেলা উঃ ২৪ – পরগনা । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায়।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*