জীবন খেলা

-সুজিত শর্মা বিশ্বাস

∞∞∞∞∞∞∞∞

এই জীবনে চিরস্থায়ী নয়রে কিছুই ভাই

আজ যা আছে থাকবে না কাল ধরার নিয়ম তাই,

জন্ম থাকলে মৃত্যু হবেই জীবন হবেই নাশ

মানব জীবন পান্থশালায় দিন কয়েকের বাস।

মায়ের কোলে জন্ম নিয়ে কাটে খুশির দিন

কতো হাসি কতো খেলা বাজে সুখের বীণ,

পায়ে পায়ে বড়ো হয়ে দিন কেটে যায় বেশ

ছোটো থেকে বড়ো হওয়ার দিন হলো যে শেষ।

হামা ছেড়ে বড়ো হলাম সঙ্গী হলো পা

বাড়ে বাড়ে আঘাত পেয়েও দুঃখ ছিল না,

আধো স্বরে কথা শুরু প্রথম ডাকে মা

মার হাতে মোর জীবন শুরু বলবো কারে তা ।

মায়ের কাছেই প্রথম শিক্ষা গুরু আসেন পর,

গুরুর কাছে পেলাম যা তা মহান প্রভুর বর,

এই পৃথিবীর বিশাল ভিড়ে দেখান গুরু পথ

শিক্ষা দিয়ে গড়তে শেখান নিজের সঠিক মতবাদ

যখন আমি পূর্ণ মানুষ এ সংসারের মাঝ

দেহ মনের হাজার শ্রমে করি জীবন কাজ,

দারা পুত্র পরিবারে নিবেদিত প্রাণ,

সকাল সাঁঝে গাইছি আমি আমার প্রভুর গান।

সুস্থ দেহে শুভ্র কেশে বিজ্ঞ হলাম যেই

ফুরায় বুঝি জীবন বায়ু পাই না কেনো খেই,

সাঙ্গ হলো জীবন খেলা ফুরায় প্রাণের বাত

কখন যেন দিন কেটে যায় আসে আঁধার রাত।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

সুজিত শর্মা বিশ্বাস

অবসরপ্রাপ্ত কর্মচারী, সখের বশে ছড়া লিখি

বাড়ি:- বহরমপুর জেলা- মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*