এলোকেশী কন্যা
-শ্রী স্বপন কুমার দাস
∼∼∼∼∼∼∼∼∼
আহা, সে যে কি অনন্যা
এলোকেশী কন্যা…
কালীকা রূপিনী দেবী মা কালীকা।
নভ মন্ডলে পাতিয়াছে
আলুথালু এলোমেলো….
এলোকেশী কেশ রূপ সজ্জার বিছানা।
মৃদঙ্গ ডুমুরু বাজে
নৃত্যরত নটরাজ সাজে,
তার ওপর তা ধিন তা ধিন তা ধিন-না।
তৃতীয় নয়ন খুলে
বারে বারে ঝিলিক মারে,
বজ্রপাত গুড়্ গুড়্ গুড়ুম্ গাড়ুম্ ধরনা।
মেঘমালা থরথর
ধারাপাত ঝরে ঝরঝর,
ধরণীর কোনায় কোনায়, বহে চলে বন্যা।
পশুপাখি জীব জগৎ
দুঃখের গুনে প্রহর….
জলমগ্ন নদীনালা মাঠঘাট বসত আঙ্গিনা।
∼∼∼∼∼∼∼∼∼
সংক্ষিপ্ত কবি পরিচিতি-
কবি- শ্রী স্বপন কুমার দাস
পিতামাতা- সন্তোষ কুমার দাস/ কল্যাণী দেবী।
জন্ম-১৯৬৩ সাল।গোপীবল্লভপুর গ্রাম/ ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ।
লেখার হাত ১৯৭৮ সাল থেকে গোপীবল্লভপুর- এর সুবর্ণরেখা পত্রিকা দিয়ে শুরু।
লেখালেখি কবিতা অণু গল্প মিলে হাজার উপর প্রকাশ বিভিন্ন পত্রিকার মোড়ক উন্মোচন দিয়ে।
সখ ও প্রচেষ্টা – একক কাব্যগ্রন্থ ও একক ছোট গল্পের বই প্রকাশ করা।