নদীর তীরে

-মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

≈≈≈≈≈≈≈≈≈

আমার যেতে ইচ্ছে করে

লহর নদীর তীরে,

এপার ওপার সবুজ মাঠ

রাখছে তারে ঘিরে।

রাখাল ছেলেরা গরু ছড়ায়

সবুজ শ্যামল মাঠে,

তৃষ্ণা পেলে জল পানে

যায় নদীর ঘাটে।

সব কৃষাণেরা ধান কাটে

মনের আনন্দে গান,

মাঝে মধ্যে সিগারেট টানে

আরো খায় পান।

মাথায় গামছা কাস্তে হাতে

শরীরে ঝরে ঘাম,

প্রখর রুদ্রে কাজ করে

কৃষক তাদের নাম।

≈≈≈≈≈≈≈≈≈

লেখক পরিচিতি:

নামঃ মুহাম্মদ দ্বীন ইসলাম আনছারী, পিতাঃ মৃত: আনসার আলী, মাতাঃ মৃত: ফুলবানু, ভাই-বোনঃ ৩ ভাই ও ১বোন। জন্মতারিখঃ ২৯শে ডিসেম্বর-১৯৮৫ সালে। জন্মস্থানঃ বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলাধীন ৮নং নোয়াগাঁও ইউনিয়ন ৫নং ওয়ার্ডের কাটানিশার গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষাঃ হাজ্বী আব্দুল আলী কাটানিশারী (রহঃ) এর নিকট আরবী হরফ পরিচয় ও স্বহোদর বড় ভাই জনাব তাজুল ইসলাম এর কাছে বাংলা বর্ণ-মালা শিক্ষা লাভ করেন। দাওরা হাদীস সমাপনঃ ১৪৩১ হিজরী মোতাবেক ২০১০ সালে জামিয়া দ্বীনিয়া মৌলভীবাজার, সিলেট থেকে কৃতিত্বের সাথে দাউরা হাদীস (মাষ্টার্স) সম্পন্ন করেন। প্রিয় শিক্ষকঃ মাওঃ সাদেকুল ইসলাম দাড়িয়াপুরী (রহঃ) প্রথম শিক্ষকতাঃ মদীনাতুল উলূম ইসলামিয়া মাদরাসা নোয়াগাঁও, সরাইল, বি-বাড়িয়া। বর্তমান দায়িত্বঃ প্রধান পরিচালক, মদীনাতুল উলূম মহিলা মাদরাসা, কাটানিশার, সরাইল, বি-বাড়িয়া। ইমাম: নূরে মদিনা মসজিদ। কাটানিশার, সরাইল, বি-বাড়িয়া।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*