নিলয়
-রীনা
⇔⇔⇔⇔⇔⇔
আমি সেই নিলয় কে
খুঁজি
হলুদ খামের চিঠিতে
যার ঘটেছিল আগমন
ভাবি তো করেছিল,
কোন এক কিশোরীর মন
খুদেবার্তায় ছিল না কোন আবাহন।
কারণ, পত্র লেখক নিজেই ছিল দ্বিধাগ্রস্ত
টিস্যু পেপারে সযতনে লেখা
চিঠির কারন
আজ ও হলো না জানা
তাই বোধহয় স্বপ্নেরা মেলেনি ডানা।
অতিক্রান্ত করে এতটা সময়
প্রশ্ন করে অবুঝ হৃদয়
কে ছিলো?
এই নিলয়।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি –
এতো দিনে আমার সম্পর্কে অনেক কিছু জেনেছে পাঠক। আমি একজন জননী,কারো অর্ধাঙ্গিনী। একজন পাকা গৃহিণী। সংসারের কাজের ফাঁকে কবিতার পাতার জন্য কবিতা লিখতে বসি।আজ সকালে এই নতুন কবিতা টি লিখলাম। সাথে আরো দুই তিন টা।
আসলে যখন কলম চলে তো চলতেই থাকে। আবার লেখার ভাব না জাগলে।এক লাইন ও লিখতে পারিনা।
তাই সব কিছুর মুলে পাঠকের অনুপ্রেরণা কাজ করে। তাই কবিতার পাতায় দৈনিক লেখা গুলো ও পড়বেন। অন্যকে পড়তে উৎসাহিত করবেন। কমেন্টে ভালো,মন্দ প্রতিক্রিয়া চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।