বিবেক বহ্নিশিখা
-বিজয়া মিশ্র
∼∼∼∼∼∼∼∼∼
অসীম আকাশের মতো দ্যোতনাময়
আবিশ্ব তাঁর মহিমায় সদা অন্তর্লীন
যেন সাগরের গভীরতা নিয়ত প্রবহমান
মুক্তির দিশারী তিনি আজও ক্লান্তিহীন।
অন্তহীন তাঁর কর্মধারা নিত্য সত্য সবই
দৃষ্টির সীমানা কিংবা যা কিছু অগোচরে
খুঁজে পেতে চাইলেই তিনি ধরা দেন
কেবল নিষ্ঠা চাই আপন অন্তরে।
কখনো প্রভাতের রবি কখনো রুদ্রতেজ
কখনো ভাবগম্ভীর তিনি বজ্র মালা
আহ্বান দিবানিশি প্রেম প্রীতি সেবায়
তিনি যে অক্ষয়দীপ আঁধারের বেলা।
লয় ক্ষয় অবান্তর দিন রাত্রি যেমন
প্রবাহের দৃশ্যপটে যা হেরি নিত্যদিন,
তেমনই সময়ের ধারাবাহিকতায়
বিবেকবার্তা উৎসারিত লয় ক্ষয় হীন।
তাঁর উপস্থিত হেরি সকল আধারে
সীমা অসীমের মাঝে মূর্ত চেতনায় ,
অনিত্য ত্যাগ করে সুক্ষ্ম উপস্থিতি
সত্য ন্যায় ত্যাগের ভাস্বর মহিমায়।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:
বিজয়া মিশ্র পাহাড়ী র জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই কবির কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।