অন্তর বলে
-বিপ্লব শামীম
♥♥♥♥♥♥♥♥
নিজেকে জাহির করি
ভীষণ পূণ্যবান,
অন্তর বলে, মিথ্যা কথা
ভিতরে শয়তান!
কথাতে মধু ঝরে
নেই কোন ত্রুটি,
অন্তর বলে, ধোঁকার মাঝি
মিথ্যাই তোর জুটি!
বেশ-ভূষায় দারুন ভদ্র
আচরণে শালিন,
অন্তর বলে, আমি জানি
ভেতরটা, কুৎসিত মলিন!
সম্পদে অবৈধতা
সেও কি সম্ভব?
অন্তর বলে, ওরে বাটপার
অবৈধই তোর সম্পদ!
ঘুষের বিরুদ্ধে জিহাদ করি
এবার শুদ্ধি অভিযান,
অন্তর বলে, ওরে ঘুষখোর
বের হবে তোরই প্রমাণ!
রাজনীতি আমার নেশা পেশা
করি জনগণের খেদমত,
অন্তর বলে, লুটপাটের রাজা তুই
মারিস তাঁদেরই ইজ্জত!
বিচার সালিশের মধ্যমণি
ন্যায়পরায়ণতায় অবিচল,
অন্তর বলে, নজরানা কিছু পেলে
তোর বিবেক হয় অচল!
ব্যবসা-বাণিজ্যে দারুন সৎ
পাক্কা ঈমানদার,
অন্তর বলে, ওরে বেঈমান
ঠকানোই তোর কারবার!
শিক্ষকতায় দারুণ সুনাম
অসাধারণ দক্ষ,
অন্তর বলে, দায়িত্ববোধের ঘাটতি প্রবল
টাকাই যেন লক্ষ্য!
♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিত :
আমি দেওয়ান শামীমুল ইসলাম।
‘শামীম’ নামে ডাকতো দাদা, নানা ডাকতো ‘বিপ্লব’। বাংলাদেশের টাঙ্গাইল জেলা অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম। জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, রাজনীতিবিদ, সমাজ সেবক এবং ইসলামী স্কলার। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে।