সব ভুলে যাই

-হাসান জামান

≈≈≈≈≈≈≈≈

ইদানিং  সব কিছু ভুলে যাই শিশুর মতন।

কিছুই থাকে না মনে

রাগ অনুরাগ চাওয়া পাওয়া দিগন্ত নীলে

শরতের মেঘ হয়ে ভাসে।

ভুলে গেছি বর্ষার কাদা জলে ভেজা শৈশব।

বসন্তে বেড়ে ওঠা দুরন্ত কৈশোর।

হৃদয়  জুড়ে কুয়াশা চাদর।

ক্ষয়ে গেছে দৃষ্টির উজ্জল প্রখরতা।

চশমাটা বার বার টিস্যু দিয়ে মুছি।

ভুলেছি কুয়াশায় ভেজা রাত স্নিগ্ধ শীতের  সকাল

নরম রোদের উষ্ণ ভালোবাসা।

আবছা হয়ে আসে চিরচেনা মাঠ ঘাট

ফুল পাখি গ্রামীণ নদী।

ফসলের ক্ষেত ও খামার ঘরবাড়ি গোয়াল গরু

গোবরের গন্ধ ছড়ানো আঙ্গিনা উঠোন,

ভোরের বাতাস। শান বাধা গভীর কুয়ো।

আঙিনায় ছড়ানো তোড়া জাল।

ভুলে গেছি স্নেহময়ী  মায়ের আদর। হারানো বাবার

স্নেহ,  চিরচেনা  স্বজনের মুখ।

ভুলে গেছি হেমন্তের মাঠ সোনালী ফসল

শীতের শিশিরে উজ্জল হলুদ সর্ষের প্রান্তর।

চন্দ্রিমা রাতে বাবার আড্ডায় গ্রামীণ মজলিসে

উৎসবে মুখরিত প্রিয় প্রতিবেশী

আদিম কৃষক সমাজ!

ভুলে গেছি ছেলে বেলার প্রিয় স্কুল শিক্ষকের নাম

ভুলে গেছি এ কাল বেলায়  দ্রোহ ডান বাম। 

নিদ্রাহীন  রাতে ঝরে স্মৃতির শিশির মনের জানালায়

বিন্দু বিন্দু বৃষ্টির জল টুপটাপ!

ভুলে গেছি

স্কুলে চুল খোলা  কোন এক কিশোরীর নাম

যে ডেকে বলেছিল  তোমাকে সালাম।

ভুলে গেছি ভোরের আজান পাখিদের গান

 আম জাম কাঁঠালের বনে জঙ্গলে ঘুরে ঘুরে

শিকড়ের সন্ধানে

ফিরে যেতে সাধ জাগে মনে। 

ভুলে গেছি

কলেজের একঝাঁক  তরুনীর ফুল হয়ে ফোটা

সবকিছু নষ্ট শহরের কোলাহলে।

অতৃপ্ত মনে  শুনি বিদায়ের গান

সুখ দুখ প্রেম কাম সব কিছু ভুলে যাই

এখন কিছুই থাকেনা মনে।

সব ভুলে যাই!!

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

কবি হাসান জামান এর আসল নাম মুহঃ হাসানুজ্জামান। পিতা মোঃ নজরুল ইসলাম মাতা ওলিমা বেগম। জন্ম ১৯৬৭ সালের ৯ জানুয়ারি নওগাঁ জেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ও এলএলবি ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনে একজন ব্যাংকার। বর্তমানে ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান হিসেবে দিনাজপুর শাখায় কর্মরত আছেন।ছাত্র জীবন থেকেই লেখালেখির সাথে জড়িত। দেশের বিভিন্ন ম্যাগাজিন অনলাইনে লেখালেখি করেন।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*