বৃক্ষের অবদান

-কাজী নজরুল ইসলাম

≈≈≈≈≈≈≈≈

বৃক্ষ তোমায় বিশ্ব জুড়ে কে করিল রোপন।

তুমি না থাকিলে প্রাণীকুলের হত না আগমন।

কার্বন-ডাই-অক্সাইড শোষন করে পৃথিবী করিছ নির্মল।

জীবন দায়িনী অক্সিজেন ছাড়িছ নিত্য অবিরল।

খাদ্য পানীয় সুস্বাদু ফল ক্ষুধা করে নিবারন

শাখা দুলাইয়া শীতল করিছ তপ্ত প্রাণ মন।

তোমারই শাখে নীড় হারা পাখি বাঁধিছে সুখের নীড়

শ্রান্ত পথিকে জুড়ায় দেহ তব ছায়া সুনিবিড়।

তোমাকে ছেদিয়া সভ্য মানুষে বানায় ফার্নিচার

নয়নাভিরাম প্রাসাদে রচিছে বৃত্ত সম্ভার।

আপনা -আপনি উচু করি শির দাঁড়াও আকাশচূমি

বন্য প্রাণীর মিটায়েছ ক্ষুধা গড়িছ আবাসভূমি।

অধম মানব হানিছে আঘাত করিছে তোমা নিধন

দাঁড়িয়ে ঠায় অকাতরে হায় বিলায়েছে নিজ জীবন।

শিকড় বাকল পত্র পুষ্প সব করিয়াছ দান।

সঁপিয়া দিয়াছ মানব সেবায় নিজ অমূল্য প্রাণ।

তুমি না থাকিলে অনাবৃষ্টিতে মরুভূমি হত ধরা

তুমি না থাকিলে বায়ু দূষনে থেমে যেত জীবন ধারা।

গাছ লাগাও জীবন বাঁচাও তুলি এই শ্লোগান

এস না সবাই শুরু করি বৃক্ষ রোপন অভিযান।

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

কাজী নজরুল ইসলাম (এম, এ, বি এড) , প্রধান শিক্ষক, নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, অভয়নগর, যশোর। নিয়মিত কবিতা ও ছড়া লিখি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*