স্বার্থান্বেষী বুদ্ধিজীবী
-শ্রী স্বপন কুমার দাস
∞∞∞∞∞∞∞∞
রক্ষকের ভূমিকায় ভক্ষকের দল
চালিয়ে যাচ্ছে শাসন,
অশিক্ষিত বুদ্ধিভ্রষ্ট বুদ্ধিজীবীদের
শুধু গাল ভরা ভাষণ।
দোরে দোরে ভিক্ষের আঁচল পাতে
দেবে বলে সুশাসন,
অভিলাষ পূর্ণ হলেই খুলে ফেলে
ঘাম গন্ধের বসন।
হত দরিদ্র গরীব পরিবারে এসে
পাত ফেলে হেসে হেসে,
চেটেপুটে খায় বাবুসোনা বসে
হতভাগ্যে রেখে পাশে।
বিলাসবহুল গাড়ি চাই বাড়ি চাই
সুখ চিন্তামগ্ন মন,
শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসলেই
ভুলে দেওয়া কথন।
হত দরিদ্র গরীব যে তিমিরে থাকে
সেই তিমিরে দিন কাটে,
মিথ্যে বাসনায় অর্ধাহারী মনটাকে
ছুটায় অলীক পটে।
∞∞∞∞∞∞∞∞
সংক্ষিপ্ত কবি পরিচিতি-
কবি- শ্রী স্বপন কুমার দাস
পিতামাতা- সন্তোষ কুমার দাস/ কল্যাণী দেবী।
জন্ম-১৯৬৩ সাল।গোপীবল্লভপুর গ্রাম/ ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ।
লেখার হাত ১৯৭৮ সাল থেকে গোপীবল্লভপুর- এর সুবর্ণরেখা পত্রিকা দিয়ে শুরু।
লেখালেখি কবিতা অণু গল্প মিলে হাজার উপর প্রকাশ বিভিন্ন পত্রিকার মোড়ক উন্মোচন দিয়ে।
সখ ও প্রচেষ্টা – একক কাব্যগ্রন্থ ও একক ছোট গল্পের বই প্রকাশ করা।