সময়ের স্রোত

-বিনয় জানা

≈≈≈≈≈≈≈≈

সময়ের স্রোতে ভেসে গেছে বীজ

আগাছায় ভরা মাঠ;

হারিয়ে গিয়েছে প্রজাপতি মন

বয়সের চৌকাঠ।

সময়ের ফ্রেমে বাঁধা আছে সব

সময় দিয়েছে ধোঁকা;

সময়ের কাজ সময়ে করলে

কেউ তো হয় না বোকা।

সময় এনেছে অকাল প্লাবন

ভাসিয়েছে ধূলোবালি;

নিয়ে গেছে সব জমা করা পুঁজি

বুকটা করেছে খালি।

যত দিন যায় সময় হারায়

পেশীতেও টান ধরে;

চোখের তারায় আঁধার ঘনায়

ইচ্ছেরা যায় মরে।

সময়ের স্রোত বুঝতে না পেরে

সবাই ভাসায় মন;

মরণ আসবে জেনেই হয়তো

বাঁচবার আয়োজন।

সময়ের কাছে ধার দেনা নেই

নগদের কারবার

সময়ের স্রোত আপনার ছাপ

রেখে যায় বারবার।

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

নাম: বিনয় জানা

পিতা: ঈশ্বর সুধীর চন্দ্র জানা

মাতা: অন্নপূর্ণা দেবী

গ্রাম: বাড়সুন্দ্রা

পোস্ট: ঈশ্বর দহ জালপাই

জেলা: পূর্ব মেদিনীপুর

পশ্চিমবঙ্গ, ভারত

পিন কোড: ৭২১৬৫৪

বাংলা সাহিত্যের একজন পাঠক। মূলত কবিতার পাঠক। চলার পথে চলতে চলতে যা যা নুড়ি পাথর সংগ্রহ করতে পেরেছি, সেগুলো কবিতার আকারে প্রকাশ করার চেষ্টা করি মাত্র। জানিনা ও গুলো কবিতা কি না! যাঁরা আমার লেখা পড়ে আনন্দ পান, তাঁরা-ই বলতে পারবেন। তাঁদের প্রতি পূর্ণ বিশ্বাস, আস্থা ও শ্রদ্ধা রাখি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*