নন্দিত ভুবনে
-হাসান জামান
∼∼∼∼∼∼∼∼∼∼
শেষ রাতে মৃদুস্বরে মা ডাকেন কাছে,
আরো কাছে এসো।
শেষবার দেখে যাও তাঁর দরদীয়া মুখ।
তেল ফুরোবার আগে যার জীবনের
বাতি গেছে নিভে।
সহজ সরল ছিল তার গ্রামীন জীবন।
বীজ গনিতের নীল সূতোয় গাঁথা
আমাদের পৃথিবীর এই মহা পাঠশালা।
আমরা এখানে সবাই বড়ো বেশি একা
বন্ধনহীন কমিউনিটি।
আমাদের প্রিয়তম সূর্য আজ অস্ত গেছে
নদীর ওপারে।
মায়াবী বৃত্তে আটকে আছে অন্তহীন
মানব জমিন।
এখানে আপনজন কষ্ট দেয় আপনারে বেশী।
নিজ গৃহে মা ছিলেন পরবাসী নারী।
এখন মায়ের কোমল আংগুল বাবার নরম চুল আঁচড়ে দেয় হালকা বাতাসে।
আমি মাকে কখনো কাঁদতে দেখিনি।
দু’চোখের প্রবাহিত জলধারা তার শোকের
আগুনে সেই কবে গেছে পুড়ে।
আমার কৈশোর তখন বিদ্রোহী,
ইচ্ছে করে আকাশ ফাটিয়ে কাঁদি!
কান্নার মেঘমালা জল হয়ে ভেসে যায়
সমস্ত লোকালয়ে, আকাশ জমিনে।
ভেঙে যায় ঘুমের পাড়া।
স্বজনের হাহাকারে ভারী হলো
রাতের আকাশ।
সাদা পোশাকে বাবা শুয়ে আছেন
শক্ত তক্ত পোষে অন্তহীন ঘুমে।
হাঁটু মুড়ে বসে আছেন মা,
প্রিয়তম বাবার ডাকের অপেক্ষায়–
ওলিমা চলো, আজ ফিরে যাই
আমাদের নন্দিত ভুবনে।
∼∼∼∼∼∼∼∼∼∼
রচনাকাল:৫-৪-২৩।
কবি পরিচিত :
কবি হাসান জামান এর আসল নাম মুহঃ হাসানুজ্জামান। জন্ম নওগাঁ জেলায়। ১৯৬৭ সালের ৯ ই জানুয়ারী। পিতা মুহ: নজরুল ইসলাম মাতা ওলিমা বেগম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ও এল এল বি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে একজন ব্যাংকার। ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান হিসেবে দিনাজপুর শাখায় কর্মরত আছেন। ছাত্র জীবন থেকেই লেখালেখির সঙ্গে জড়িত।