ভুলে গেছি সেই সব দিন

-পীতবাস মণ্ডল

≈≈≈≈≈≈≈≈

ভুলে গেছি প্রিয়তমার পায়ের চিহ্ন আঁকা

স্মৃতি মাখা সেই শান বাঁধানো পুকুর ঘাট ,

আরও ভুলেছি শান্ত সকালের নরম আদর

আর চির সুন্দর পাক-পাখালির মধুর ডাক ।

ভুলে গেছি জিওল বেড়ার শীতল ছায়া

বন তুলসীর উদাস করা ব্যাকুল ঘ্রান ,

আর ভুলেছি, দিন পেরনো নিস্তব্দ দুপুর

পথভোলা সেই হঠাৎ দেখা অভুক্ত প্রাণ ।

ভুলে গেছি নিয়মের নিটোল পরিধি

ভুলেছি বৃষ্টি ছায়ার মেঘ-রৌদ্দুর ,

মাঠ পেরিয়ে হিজল অরণ্য দৃষ্টি ছুটে যায় যতদ্দুর ।

ভুলে গেছি চাঁপার গন্ধে আকুল বিকেল

বট জড়ানো চমক লাগা বুড়ো খেজুর তলা ,

যেথায় তাল-তমালে মেশা নিবিড় সখ্যতা

আরও ছিল মন কেমনের উৎসুখ বিদায়ী বেলা ।

ভুলে গেছি প্রাণবন্ত হাসির কলতান

ভালো লাগার ফেরারী সেই চেনা মুহূর্ত ,

ভুলেছি সাথী হারানো ভুল ভবিষ্যৎ

আমার নতুন কুঁড়ির নরম হৃদয় স্বতঃস্ফূর্ত ।

ভুলে গেছি মন হারাবার চড়ক পার্বণ

অবুঝ আবদার পরান প্রেয়সীর ,

ভুলেছি টোল পড়া গালের অফুরন্ত প্লাবন

প্রথম ছোঁয়ার কোমল পরশ সেই মানসীর ।

ভুলে গেছি সেই সব দিন হায় !

পড়লে মনে প্রাণে জাগে শিহরণ ,

মন পিঞ্জিরায় ওঠে শোকের তুফান

ভুলেছি আজ অতীতের সব মধুক্ষন !

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি –

নাম – পীতবাস মণ্ডল , গ্রাঃ + পোঃ – যোগেশ গঞ্জ , জেলা উঃ ২৪ পরগনা । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*