যুদ্ধ
-মীর সেকান্দার আলী খোকা
∞∞∞∞∞∞∞∞
৪০ বছর অগ্নিস্ফুলিঙ্গ বন্ধুকের নলে
সঞ্চালিত রেখেছি নিজেকে।
দেখেছি রক্তে ভেজা তড়পানো লাশ,
ভেবেছি যুদ্ধ এটাই।
যুদ্ধের ময়দানে ধ্বনিত হয় ভিন্ন একটা শব্দ,
ধৈর্য,
বুদ্ধিমতায় রণকৌশলে টিকে থাকাটাই যুদ্ধ,
যেখানে থাকে না হতাশার কোন লেশ।
কষ্টের ঝিলিকে দুলবে পতাকা জয়ের,
বাজবে বিনা,সুখের অশ্রু ঝরবে চোখে।
যে যুদ্ধ বোঝে যোদ্ধার ঘাম সে,
যোদ্ধার অবয়বে ভেসে ওঠে
আপন জনের ছবি, ক্লান্তি ঘোচাতে ছায়ার মত
মধুর ভুলে যোদ্ধার আহার যোগায় পেটে সহযোদ্ধারা।
সহযোদ্ধারা পথ দেখায় যোদ্ধাদের,যুদ্ধ বোঝে,
বোঝে তাপ,যুদ্ধ জয়ের আশ্বস্ত পথিক সহযোদ্ধারা।
যোদ্ধাদের ঘাম হয়ে অনির্বাণ হয়ে
বেঁচে থাক সহযোদ্ধারা।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
জন্ম: ১৫-০৬-১৯৬৬ ইং, বিভাগীয় শহর রাজশাহী, পেশা চাকুরী, বর্তমান অবসরে আছি। শিশু থেকে কৈশরের অনেকটা সময় কেটেছে রাজশাহী অঞ্চলে, পিতা মৃত: মীর মোক্তার আলী, তৎকালীন সময়ে শিক্ষকতা সহ বিভিন্ন ধরনের চাকুরী করেছেন, মাতা মৃত: লতিফ খাতুন । বর্তমান স্থায়ী ঠিকানা: ১ নং ওয়ার্ড,মাদ্রাসা পাড়া, পৌরসভা, ঠাকুরগাঁও সদর।