মেঘলা বেলা
-পলাশ বরণ দাশ
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
আষাঢ় আকাশ মেঘে গেছে ভরে
আজি মোর পরাণ জুড়ে
করে সে লুকোচুরি খেলা
এমন মেঘলা বেলা।
মনের যত চাওয়া
কিছু হলো না পাওয়া
শুধু বিরহ গেলাম বয়ে
নিরবে তা সয়ে,
আর মেরো না ঠেলা
এমন মেঘলা বেলা।
জ্বেলেছি প্রদীপ হৃদয় পুড়ে
থেকো না তুমি দূরে
এবার ভালোবেসে
ধরা দাও তুমি এসে,
করো না লুকোচুরি খেলা
এমন মেঘলা বেলা।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি
কবি – পলাশ বরণ দাশ (শিক্ষক )
মহাজন বাড়ি, দক্ষিণ জলদী, বাঁশখালী পৌরসভা চট্টগ্রাম বাংলাদেশ।
কবি নিয়মিত কবিতার পাতা ডট কমে লিখছেন। তিনি নবীন ও প্রবীণ লেখকদের অংশগ্রহণ করার জন্য আন্তরিকতার সাথ আহ্বান জানান। কবিতার পাতা ডট কম যেন বাংলা সাহিত্যে সমৃদ্ধি লাভ করুক।