দেখেছো তোমরা
-কাজী সেলিনা মমতাজ শেলী
∞∞∞∞∞∞∞∞
সাগর বলে আমার মতো সুন্দর ঢেউ দেখেছো তোমরা,
সাগর আর নদী বলে, এক মোহনায় থাকি গো আমরা।
এ নহে কোনো স্বর্ণ সিংহাসন, নয় কোনো স্তব্ধ প্রাসাদ,
জল তরঙ্গ তুমি পূর্ণ করো মঙ্গলও করো মনেরও সাধ।
জলরাশিরাও একাকার,তব সভাগৃহ কোণে,
মাঝে মাঝে গর্জন আসে ভয় পেয়ো না মনে।
ভয় পেয়ো না প্রকৃতি তোমায় আগলে রাখি,
সাধনায় চলো যত পথ আছে, জীবনে বাকি।
অপূর্ব কল্পনা সাগরের বাসনা সে তো নয় অসম্ভব,
অসীমও সাগর,পাড়ি দিয়ে অর্জন করতে হয় সব।
সাগর গৃহে জেগেছে ঢেউ, হাসিমুখে তার সংগ্রাম,
অনন্ত বিশ্বাস নিয়ে, বয়ে চলে তার ঢেউ অবিরাম।
কত অপূর্ব এ সাগর আর তার সেই নীল জল,
আবার কখনো মনে হয় এ যেন কালো কুন্তল।
একখানা কালো ঢেউ এসেছে, প্রকৃতির পায়ে,
সাগরের বাতাস যেন বয়েছে পল্লীর ওই গায়ে।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম +পোস্টঃ কপিলমনি বাজার
থানাঃ পাইকগাছা
জেলাঃ খুলনা ।