সত্যের কলম

-সিরাজুল ইসলাম মোল্লা

∼∼∼∼∼∼∼∼∼∼

সকল কবি লেখক সাহিত্যিকের প্রতি মম নিবেদন,

অন্তস্থ হতে রাখি যেন আগামীর সর্ব সংবেদন।

নীতিগত কী তথ্যগত যদি কিছু লিখি কী সৃষ্টি করি,

অতি ভাবাবেগ না বয়ে যেন সত্যের কলম ধরি।

যদি লিখি ইতিহাস ভাবাবেগি হয়ে কম বেশী করে,

রবে তর্ক বিতর্ক যুগযুগ সত্য লয়ে প্রভেদ ধরে।

যদি ভাবাবেগ হতে অতীব লিখি অতি বুঝবে সবে,

বিরাগ হতে লেখা ঘটনা চির অসত্য হয়ে রবে।

কল্প কাহিনী গল্প গুজব যেমন ইচ্ছে লিখেন ভুবনে,

পাবে কিছু আনন্দ সবে বিনোদনের প্রয়োজনে।

প্রকৃতি নিয়ে লিখতে পারি আবেগি মননে যত খুশি,

হবে না ভ্রষ্ট জীবনে সত্যের সন্ধানে সত্যান্বেষী।

ব্যক্তি সমাজ ধর্ম রাষ্ট্র সংস্কারে প্রয়োজন সত্য বুলি,

যুগে যুগে নৈতিকতা হতে মানবতার দ্বার খুলি।

যত দৃষ্টিকোণ হতে যত কলম হতে লিখি না কেন,

লিখি জ্ঞাতব্য সত্য, জানতে পারে প্রজন্ম যেন।

অলংকার উপমায় কীর্তন মহিমায় সাজানো কথন,

বিবরণ হতে হবে নৈতিকতা হতে সত্যের বর্ণন।

প্রয়োজনে উদাহরণ হয়ে আসতে পারে মুক্ত চারণ,

অহেতুক আবেগি অসত্য কথন লিখতে বারণ।

কতজন লিখে গেছেন ভাবাবেগি মননে ইচ্ছে মতন,

আজও ভ্রান্তির দ্বিধান্বিত পথ দলে যায় গণমন।

কেউ লিখি এপাশ কেউ লিখি ওপাশ মন মত বুঝে,

রাখি না পরিপূর্ণ সত্যকে সদা সর্বত্র স্বার্থ খুঁজে।

ভ্রান্তি লাঘব করে অসত্য রুখতে ধরি সত্যের কলম,

সত্যের তরে স্বার্থের উর্ধ্বে উৎসর্গ সকল জনম।

বলি অসত্য তত্ত্ব লিখন অসত্য রয়ে যাবে ইতিহাসে,

যদি সত্য লিখি সদা সর্বত্র সত্য জানবে মানুষে।

আপনার সৃষ্টি বলবে কথা শত শতাব্দি চেতনা বয়ে,

সময়ের সাথ জীবনের সাথ সত্যের সাক্ষ্য হয়ে।

লিখব সত্য বলব সত্য ধারণ করব সত্য আবহমান,

কবিতায় শাশ্বত পাঠকের প্রতি উদাত্ত আহ্বান।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর- ১৫০২, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*