আমি তোকে বলছি
-মাহবুব আলম বুলবুল
∼∼∼∼∼∼∼∼∼
আমার নিকট থেকে তুই
দুঃখ চেয়ে নিলি,
সারা জীবন থাকবি এখন
যেমন তুই ছিলি।
বেশি সুখ তোর কপালে
কোন দিন সইবে না,
তোর অন্তরে সুখের বর্ণা
আর কভু বইবে না।
সুখের পাখি উড়ে গেছে
তোর জীবন থেকে,
এক বোঝা দুঃখ শুধু
তোর জন্য রেখে।
শোনরে নিষ্ঠুর শোন্ তুই
আমি তোকে বলছি,
আগের জীবনে ফিরে গিয়ে
নিজের মত চলছি।
কেমন করে চলবি তুই
সেই চিন্তা কর্,
চলতে যদি না পারিস
আমার আগে মর্।
আমি ঠিক বাঁচতে পারবো
সেই আগের মত,
হজম করে নিবো আমি
বুকের কষ্ট যত।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি —
কবি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপ নগর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে ১৯৬৮ সালে জন্ম গ্রহণ করেন। কবির পিতার নাম শামসুদ্দিন শেখ, মাতার নাম মিলাপ জান। কবি দামুক দিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে বিজ্ঞান বিভাগে এস এস সি পাস করে ভেড়ামারা ডিগ্রি কলেজে ভর্তি হন। তিন সেখান থেকেই তার লেখাপড়ার জীবন শেষ করেন। কবি ছোট বেলা থেকেই কবিতা, গল্প, নাটক, যাত্রা এবং বিভিন্ন প্রকার গান রচনা করেন। কবি বাংলাদেশ বেতার এর একজন তালিকা ভুক্ত গীতিকার।