অস্তিত্বহীন জীবন
-শান্তি দাস
≈≈≈≈≈≈≈≈≈
মনটা বড় ব্যাকুল জীবনের হিসেব নিকেশ মেলাতে,
জীবনে কি পেলাম কি হারালাম এই ভাবনার মাঝে।
অস্তিত্বহীন জীবনের মাঝে ও ছিল কত সুপ্তবাসনা,
অপূর্ণতার গ্লানি গুলো কুড়ে কুড়ে খাচ্ছে এই মন।
প্রতিটা মুহূর্ত যেন জীবনের অপূর্ণতা পেছন পেছন,
সুপ্ত বাসনা গুলো সদা ম্লান হয় এই অস্তিত্বহীতায়।
জীবনটা যেন হঠাৎ ছন্দ পতন হয়ে লুটিয়ে পড়ে,
পথের ধূলায় সব অর্জন ম্লান হয়ে মাটিতে মিশে যায় ।
নিজের ইচ্ছেগুলো অন্যের ইচ্ছের দ্বারা প্রতিফলিত হয়,
এমন অস্তিত্ব বিহীন জীবন নিয়ে বাঁচবো কেমন করে ।
কেমন করে লড়াই করবো আগামী চলার পথ ধরে,
একটা সময় যখন বুঝতে পারি নিজেই অনেকটা মূল্যহীণ ।
একটু্ একটু করে দূরে সরিয়ে দিচ্ছে শূন্যতা সৃষ্টি হচ্ছে,
জীবন চলার পথে মিল খুঁজে পায়না যেন সব বদলে গেছে ।
যেন ফুল ফোটার আগেই ঝরে যাচ্ছে ঝরা পাতার মতো,
বুক ফেটে কান্না আসে, কান্না চেপে রাখা লোক লজ্জায়।
সব যেন কঠিন হয়ে যাচ্ছে তবুও সব মেনে নিতে হচ্ছে,
ভাবনা মন সবটাই ঠিক হয়ে যাবে একটু বাদেই।
এই ভাবনা ও একটা সময় মিথ্যা প্রমানিত হয়ে যায়,
এই ভাবেই কাটাতে হয় অস্তিত্বহীন জীবন মধ্যবিত্ত পরিবারে।।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
শান্তি দাস
বিষয় শিক্ষিকা( শিক্ষা বিজ্ঞান)
শিক্ষাগত যোগ্যতা-এম এ
( এডুকেশন )
আগরতলা খোয়াই জাম্বুরা( ত্রিপুরা )