বাবা আমার দিগ-দর্শন

-মোঃ আবু তাহের মিয়া

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

বাবা আমার দিগ্-দর্শন

পথ দেখানোর যন্ত্র,

জ্যোৎস্নার আলো পূর্ণিমাতে

বাবা এক মহা গ্রন্থ।

দূর আকাশের তারার মেলা

দেখলে জুড়ায় প্রাণ,

বাবার মুখের স্নেহের ডাক

যেনো মিষ্টি মধুর গান।

বাবা আমার বিশাল আকাশ

উত্তপ্ত রোদের ছায়া,

বাবার মতো গভীর আদর

তুলনা হয়না তাঁর মায়া।

বাবার হাত থাকলে মাথায়

অঝোর ধারায় রহমত ঝরে,

বাবার দোয়া পেলে সন্তান

সওয়াবের ভান্ডার পূর্ণ করে।

মানব প্রেমের ঘুড়ি উড়ে ঐ

নীল গগনের পাড়ে,

বাবার সন্তুষ্টি পেলে সন্তান

না চাইলেও রবের রহমত ঝরে।

বাবা আমার জীবন শক্তি

আস্হার এক মহাযান,

বাবার কথা মতো চললে সবার

সচল থাকে জীবন-মান।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*