নিখোঁজ মানবতা
-অমর দাস
≈≈≈≈≈≈≈
নিষ্প্রাণ অমানবিকতা আজ ঘরে ঘরে।
নারীরা যবে বাঁচার জন্য আর্তনাদ করে।
মানবিকতা তখন তুমি থাকো কোথায়?
যখন বৃদ্ধ পিতা-মাতা বৃদ্ধাশ্রমে যায়?
বৃদ্ধ পিতা তার পুত্রের চিকিৎসার তরে,
বাঁচাতে তারে হাসপাতালে ঘুরে মরে।
বিনা চিকিৎসায় পুত্র অকালে মরে।
পুত্রহারা পিতা কাঁদে চিৎকার করে ।
দীনের অধিকার যবে নেতার হস্তকরে।
মানবিকতা কেন তুমি থাকো চুপ করে?
খুণীর হাত লাল হয় মানুষের রক্তে যখন,
মানবিকতা তুমি চুপ থাকো কেনো তখন?
মানুষ যবে উন্মত্ত হয় শুধু ধর্মের নামে,
মানবিকতা তুমি রহো কোন জাহান্নমে?
দেশের সম্পদ নেতা যবে লুটেপুটে খায়,
মানবিকতা তখন তুমি থাকো কোথায় ?
মানুষ আজ হয়েছে যে চরম অমানবিক,
গুমরে মরে মানুষ তবু হয়না যে মানবিক।
বেকার খোঁজে চাকরী,হন্যে হয়ে ঘোরে,
দারিদ্রতার চাবুকে অকালে ঝড়ে পড়ে।
মানবিকতা তুমি কোথায় থাকো তখন?
অভাবে আত্মহত্যা মানুষ করে যখন?
শৈশব যখন মরে অপুষ্টি আর অনাহারে,
মানবিকতা তুমি হারাও গহিণ অন্ধকারে।
অতিমারীর নামে যারা আজ ছলনা করে,
মানবতা বল প্রেমের ভাষা মানুষের তরে।
বিশ্বের চেতন মানব,তোমরা ওঠো জাগি,
প্রেম দাও তুমি অসহায় মানবের লাগি।
≈≈≈≈≈≈≈
::কবি পরিচিতি::
আমার ঠিকানা ও কবি পরিচিতি:-
নাম:-কবি অমর দাস
ডাঃ শচীন সেন রোড,কাঁঠালপোতা।
সৃজনী আবাসন।
পোঃ-ঘূর্ণী(কৃষ্ণনগর)
শহর-কৃষ্ণনগর।
জেলা-নদিয়া।
আমার কবি পরিচিতি:-জন্ম পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ধুবুলিয়াতে। ঘটনাচক্রে 1966 সালে নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে চলে আসা এবং বর্তমানে এখানেই স্থায়ীভাবে বসবাস করা। ছোটবেলা থেকে কবিতা লেখার ইচ্ছে। কিন্তু আজকের মতো নিজেকে তুলে ধরার মতো কোনো মাধ্যম ছিলোনা। বর্তমানে পারিজাত সাহিত্য পত্রিকা, প্রাঙ্গণ সাহিত্য পত্রিকা, ভাবনা, আনন্দলোক,আনন্দমঠ, কোলকাতা সাহিত্যাঙ্গন কুসুম সাহিত্য পরিবার,দেশ পত্রিকা(অনলাইন) প্রভৃতি অনেক সাহিত্য পরিবারের নিয়মিত কবিতা লিখি। বিভিন্ন সাহিত্য পরিবার থেকে দেড় হাজারের বেশি সাম্মানিক সনদ পেয়েছি।