অভিশপ্ত দেবতা

-রাজীব কুমার দাস

∼∼∼∼∼∼∼∼∼

তোমার চাই রোদেলা বিকেল

মেঘে ঢাকা বিষন্ন আকাশটা আমারি থাক,

মনের সুপ্ত বাসনাগুলোকে জাগ্রত রেখো

শেষ বেলায় ফিরবো আমি তোমারি উঠোনে।

সারাবেলায় কুঁড়িয়ে পাওয়া দু:খগুলোকে বেঁধে রেখো মমতায়,

আমার ভান্ডারে জমা আছে অফুরন্ত সুখ

দুঃখের বিনিময়ে সুখগুলো বিলাবো তোমার আঁচলে।

তোমার চাই বসন্ত বিহার

নিষ্ঠুর চৈতালি দুপুরটা আমারি থাক,

কুৎসিত অমানিশার আঁধার ছিনিয়ে নিলে

তোমার উঠোনে জাগবে চন্দ্রিমা যুগ যুগান্তর।

যা কিছু শুভ্র তা আমার জন্য নয়

আমি পুরোটাই বিলাবো তোমার তরে,

ঘৃনার বিশাক্ত পেয়ালাটা আমার জন্য রেখে দিও

বিদায় বেলায় রুদ্র দেবতার ন্যায় তা পান করে আমি হবো নীলকন্ঠ।

তিরষ্কারের মন্ত্রে আমায় একটু বরন করে নিও

আমি আশীর্বাদের মৌরি সাজিয়ে দেবো তোমার ললাটে,

বিদায় লগনে নাম-পরিচয় জানতে চেও না

শুধু জেনে নিও-তোমাদেরই মাঝে গড়ে ওঠা

আমি ছিলাম কোন এক অভিশপ্ত দেবতা।।

∼∼∼∼∼∼∼∼∼

“লেখক পরিচিতি”-

জন্ম ৩১ ডিসেম্বর একান্নবর্তী এক মধ্যবিত্ত পরিবারে। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী ও মা গৃহিনী। শৈশবে মায়ের কাছেই হাতেখড়ি তারপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গন্ডি পেড়িয়ে রসায়ন বিভাগে গ্রাজুয়েশন করেন। পড়াশোনার পাঠ চুকিয়ে একটা স্কুল এন্ড কলেজে পার্টটাইম শিক্ষকতা (রসায়ন) করেন। ২০১০ এ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকুরীতে যোগ দিয়ে তিনি কর্মজীবন স্থির করেন এবং ২০১৩ এ এম.বি.এ (ফিন্যান্স) ডিগ্রি লাভ করেন। ছোটবেলা থেকেই খেলাধুলার পাশপাশি বই পড়া ছিল পছন্দের বিষয়। অমর একুশে বইমেলা-২০২৩ এ প্রকাশিত হয় সমকালীন উপন্যাস নিশিকুমারী এবং ২০২৪ এ নিকুঞ্জ নিকেতন। মিশুক স্বভাব ও ভ্রমণ পিপাসু মনোভাবের জন্য তিনি শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের কাছে বেশ প্রশংসনীয়।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*