মিলন হবে কতদিনে

-তনুশ্রী বসু (পাত্র)

≈≈≈≈≈≈≈≈

খোলা জানালার কাছে, বসে আছি আমি,

দেখছি বরষায়, প্রকৃতির শোভা,

একটু আগেই, এক পশলা বৃষ্টি, হয়ে গেছে,

মাটির সোঁদা গন্ধ, প্রকৃতি মনোলোভা।

এমন বৃষ্টির দিনেই, দেখা হয়েছিল একদিন,

তুমি অপলক তাকিয়ে দেখছিলে,

আমি কলেজ থেকে, ফিরছিলাম হটাৎ বৃষ্টি,

হবেই তো, শ্রাবণ এসেছে দুইকুলে।

নদীর জল, টলমল, জোৎস্নার চাঁদের ছায়ায়,

কি অপূর্ব লাগছিল, দীঘির জলে,

রাজহংস, রাজহংসী, আনন্দে জলকেলিতে ব্যাস্ত,

দূরে, ওই কদম ফুলের গন্ধে, মন দোলে।

তোমাকে ছাড়া, বড় একা লাগে, জীবন মরুভূমি,

বিয়ের পর থেকে, কাজেই পাগল তুমি,

এদেশ ওদেশ, কত দেশই, ঘুরলে চাকরি সূত্রে,

তোমার একটু ছোঁয়ার, অপেক্ষায় আমি।

জানিনা কবে হবে মিলন, দুটি হৃদয় মিলেমিশে,

হয়ে যাবে একাকার, শেষ পথ চাওয়া,

অস্তগামী সূর্য্য বলছে, বেশী দেরি নেই আর,

এবার প্রতীক্ষার শেষ, শেষ গান গাওযা।

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:-

আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*