জবানবন্দি

-খালেদ মাহমুদ খান

∞∞∞∞∞∞∞∞∞

আমাদের সমস্ত বিশ্বাস ভেঙেচুরে

মিশে গেছে দলে দলে,সম্প্রদায়ে,নারী-পুরুষে,কাটাঁতারে।

এতটাই ভেঙে গেছে যে আর জোড়া লাগছে না।

বিশ্বাসকে জুড়ে দেবার স্বপ্ন ধরাশায়ী।

সকলে প্রতিযোগিতা করছে প্রহসনকে তুলে ধরার।

এখন আমরা মুক্তির চেয়ে বিশ্বাস করি পরাধীনতায়,

সূর্যের চেয়ে অধিক বিশ্বাস করি ধর্মকে,

অভিজ্ঞতার চেয়ে বেশী বিশ্বাস করি স্বপ্নকে;

বিশ্বাস নিজেই এখন এক প্রশ্নবোধক চিহ্ন!

বিশ্বাস করতে ইচ্ছে হয় না তারপরও দেখি,

উচ্চ শিক্ষিত যুবক চাকরি পায়

অষ্টম শ্রেনী ফেল নেতার তদবিরে!

বিশ্বাস করে কতজনই হারালো কতকিছু!

জীবনানন্দ প্রকৃতির উপর বিশ্বাস রেখে

ট্রামের ধাক্কায় মরলো শেষে।

রবীন্দ্রনাথ,নজরুল বিষাদ ছাড়া কিছু কি পেয়েছে?

কেউ বিশ্বাস করে না যে, আয়নার স্বপ্ন

সত্যি হলে কাঁচগুলো আর ছড়িয়ে থাকতো না।

অথচ বিশ্বাস করুন জাঁহাপনা,

আমি কেবল সাধারন জীবন চেয়েছি।

আপনারা তার ভেতর গুঁজে দিলেন

নীতি,কর্তব্য,আদর্শ,দায়িত্ব;

যার কোনটা আপনারা নিজেরাই

কোনদিন পালন করেন না।

তাই আজ আমার মৃত্যুদন্ড হলেও

কোন আক্ষেপ নেই মি লর্ড।

বরং মৃত্যুর পরেও আমাকে ফাঁসিতে

ঝুলিয়ে রাখুন কিছু সময়,

যাতে সমাজ মনে করে অহংকারে

মাটিতে আমার পা পড়ছে না।

∞∞∞∞∞∞∞∞∞

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*